নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই ।। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কলাছড়া ব্লকের নবনির্মিত কার্যালয়ের দ্বারোদঘাটন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। দ্বিতল এই পাকা বাড়ীটি নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৩১ লক্ষ ৮ হাজার টাকা। গ্রাম উন্নয়ন দপ্তর এই পাকা বাড়ীটি নির্মাণ করেন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মূখ্যমন্ত্রী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস, বিধায়ক ফয়জুর রহমান, বিধায়ক বিশ্ববন্ধু সেন, কলাছড়া ব্লকের বি ডি ও উত্তম ভৌমিক সহ অন্যান্যরা।