কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করে চিঠি পাকিস্তানের

29924-border১২ অক্টোবর।। কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করে চিঠি দিল পাকিস্তান। সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের দায় নিজেদের গা থেকে ঝেড়ে ফেলতে উঠেপড়ে লাগল ইসলামাবাদ। সংঘর্ষ বিরতি লঙ্ঘনের দায় পাল্টা ভারতের কাঁধেই চাপিয়েছে পাক সরকার।  রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে লেখা চিঠিতে ভারতের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন পাক নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ।

গত কয়েকমাসে শতাধিকবার সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। প্রাণ গেছে আটজনের, আহত শতাধিক। প্রতিবারই বিনা প্ররোচনা গুলি চালানোর অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। দিনকয়েক আগেই এনিয়ে পাকিস্তানকে কড়া হঁশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অরুণ জেটলি। পাল্টা চাপের পথে হাঁটল পাকিস্তান।

গোটা বিষয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করল ইসলামাবাদ।  রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুনকে লেখা চিঠিতে পাক নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ  সংঘর্ষ বিরতির দায় চাপিয়েছেন ভারতের কাঁধেই। তাঁর দাবি, বিনা প্ররোচনায় সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে ভারতীয় সেনা।

যার জেরে বহু পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। সমস্যা সমাধানে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন সরতাজ আজিজ। চিঠিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নিরাপত্তা উপদেষ্টা লিখেছেন, কাশ্মীর সমস্যা  সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে রাষ্ট্রসংঘ। আজিজের চিঠি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি। তবে, সীমান্তে পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছে কংগ্রেস।

সবমিলিয়ে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে এবার আন্তর্জাতিক মহলকে পাশে টানার চেষ্টা করছে পাকিস্তান।

সৌজন্যে জি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*