দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ জুলাই ।। রাজন্য শাসনের সময় বীরচন্দ্র মানিক্য, মহারাজা রাধাকিশোর মানিক্য এবং বীরেন্দ্র কিশোর মানিক্যের অনুগত পরিবার ছিল মহিম ঠাকুরের পরিবার। মহিম ঠাকুরের পিতা ভারত চন্দ্র ঠাকুর ছিলেন রাজ আমলে বিচার কার্যপ্রনালীর প্রধান, সাবিত্রী দেবীর সুযোগ্য সন্তান ছিলেন মহিম ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুস্পুত্র বরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একসাথে পড়াশুনা করেছিলেন মহিম ঠাকুর কোলকাতার হেয়ার কলেজে। সেই সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে ঘনিষ্টতা ছিল মহিম ঠাকুরের। ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা ছিল মহিম ঠাকুরের। তৎকালীন সময়ে ত্রিপুরার উন্নয়নে কর্মসূচী রুপায়নে মহিম ঠাকুরের অবদান ছিল। শুক্রবার, শহরের কর্নেল চৌমূহনীতে রাজ্য সরকারের উদ্যোগে কর্নেল মহিম ঠাকুরের ১৫২ তম জন্মদিন পালন করা হয়।