
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ।। ধনপুরের মাজিদাবাড়ি ভারত-বাংলা সিমান্তের ২০৮৮ নং পিলার সংলগ্ন এলাকায় BSF-র গুলীতে নিহত হলেন তিন সন্তানের জননী। BSF-র DIG জানান, শুক্রবার দুপুরে পাচার বানিজ্যকে কেন্দ্র করে ঝামেলার ফলে আত্মরক্ষার্থে BSF সাত রাউন্ড গুলী চালানে ভুলবশত অই মহিলার উপর গুলী লাগে। এতে ঘটনাস্থলেই প্রান হারায় মায়া খাতুন (৩০)। অন্যদিকে মৃতার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে বাড়ি থেকে ডেকে নিয়ে ভারত-বাংলা সিমান্তের ২০৮৮ নং পিলার সংলগ্ন এলাকায় মায়া খাতুনকে গুলী করে হত্যা করে BSF। এই অভিযোগে সোনামুড়া থানায় মামলা দায়ের করে মৃতার পরিবার। এই ঘটনার পর উত্তপ্ত গোটা সীমান্ত এলাকা।