গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই ।। সারা রাজ্যের সাথে খোয়াইয়ে তৃনমূল কংগ্রেসের পক্ষে এক ঘন্টার চাক্কাজ্যাম কর্মসূচী পালন করা হল শনিবার। রাজ্যের পেট্রোপন্য সংকট ও কালোবাজারী, জাতীয় সড়কের বেহাল দশা এবং দ্রব্যমূল বৃদ্ধির প্রতিবাদে শনিবার বেলা দশটা থেকে এগারটা পর্যন্ত একঘন্টার চাক্কা জ্যাম এর ডাক দেয় রাজ্য তৃনমূল কংগ্রেস। খোয়াই ব্লক এলাকার চারটি জায়গাতে তৃনমূল কংগ্রেসের পক্ষে পথ অবরোধ করা হয়। খোয়াইয়ের নৃপেন চক্রবর্তী এভিন্যু, খোয়াই অফিসরোড, ভারত কল্যান সংঘ ক্লাব সংলগ্ন রোডে এবং রামচন্দ্রঘাট চৌমূহনীতে পথ অবরোধ করে চাক্কা জ্যাম কর্মসূচী পালন করে তৃনমূল। তবে তৃনমূল কংগ্রেসের এই এই চাক্কা জ্যাম কর্মসূচীতে স্কুল পড়ুয়া থেকে সরকারী কর্মচারীদের সবাইকেই সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক ক্ষেত্রে স্কুল পড়ুয়াকেও অবরোধের মুখে পড়তে হয়। প্রশাসনিক গাড়ীগুলিকে আটকে থাকতে হয় এক ঘন্টা যাবত। শনিবার তৃনমুল কংগ্রেস জেলা সভাপতি মনোজ দাস জানান, প্রায় পাঁচ শতাধিক কর্মী-সমর্থক খোয়াই ব্লক এলাকার চারটি স্থানে একঘন্টার চাক্কা জ্যাম কর্মসূচীতে অংশ নেয়।