রোহিত সাহা, আগরতলা, ১২ অক্টোবর ।। সম্প্রতি রাজ্যের রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের টাকা হাতিয়ে নেওয়ার মূল আসামী অর্ণব চক্রবর্তীর বাড়িতে একদল চোর হানা দেয় শনিবার রাতে। এ রকম বড় চোরের বাড়িতে ছোট চোরের হানায় চাঞ্চল্য দেখা দিয়েছে জনমনে। প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার রাতে চোরের দল অর্ণব চক্রবর্তীর বাড়ির সরকারী সিল করে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরের সমস্ত জিনিসপত্র তছ নছ করে দেয় চোরের দল। ঘটনার খবর পেয়ে ছুটে যান রাজ্য CID অয়াধিকারীক সহ ডগ স্করটের অফিসাররা। জানা যায় কিছু ফিঙ্গার পিন্স পাওয়া যায়, বাকি ইনভিস্টিকেশান চলছে।
রাজীব সাহার তোলা ছবি।