গোপাল সিং, খোয়াই, ২৪ জুলাই ।। নিজ ঘরেই আত্মঘাতি বছর তিরিশের এক বিবাহিত যুবক। ঘটনা খোয়াই থানাধীন তবলাবাড়ী গ্রামের সুকান্ত পল্লী এলাকায়। ঘটনার বিবরনে জানা যায়, রবিবার সকাল নয়টা নাগাদ স্থানীয় প্রণয় তাঁতী নামে ঐ যুবক কাজকর্ম সেরে বাড়ীতে আসে। প্রণয় বাড়ীতে আসার পর তার স্ত্রী কাজে চলে যায়। কিছুক্ষন পর প্রণয় তাঁতী তার ভাগনে থেকে বাই-সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয় এবং ভাগনেকে বিকেল নাগাদ সাইকেলটি নিয়ে যাবার জন্য বলে। কিন্তু বিকেলে যখন ভাগনে তার মামা প্রণয় তাঁতীর বাড়ীতে আসে সাইকেল নেওয়ার জন্য, তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও যখন দরজা খোলেনি বলে জানালা দিয়ে উঁকি দিতেই হতচকিত হয়ে পড়ে ভাগনে। দেখা যায় প্রণয় তাঁতী নামে ঐ যুবক ঘরের ভেতরই ঝুলন্ত অবস্থায় রয়েছে। ভাগনের চিৎকার-চেঁচামেচিতে জড়ো হয় এলাকাবাসী। খবর পৌছে খোয়াই থানায়। রবিবার রাত দশটা নাগাদ খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায় এর আগেও প্রণয় তাঁতী আত্মহত্যার চেষ্টা করেছে। উল্লেখ্য তবলাবাড়ী গ্রামের সুকান্ত পল্লী এলাকায় বিশেষ করে তাঁতী সম্প্রদায়ের বাস। এর মধ্যে অধিকাংশ পরিবারই দরিদ্র অংশের। আর এই সুযোগেই এলাকায় বিভিন্ন রকমের অসামাজিক কাজ হয়। একের পর এক ঘটনা লেগেই আছে এলাকায়। এসমস্ত ঘটনাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ বিরাজ করছে।