গোপাল সিং, খোয়াই, ২৪ জুলাই ।। কৃষি জমির পাশে নালার জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই বছরের এক শিশুর। ঘটনা খোয়াইয়ের বাইজাল বাড়ী থানাধীন পদ্মবিল এলাকায়। ঘটনার বিবরনে জানা যায়, এলাকারই রফিক মিঞার দুই বছরের শিশু কন্যা রুবি বেগম পরিবারের লোকজনের অজান্তেই বাড়ীর পাশে কৃষি জমি সংলগ্ন নালার জলে পড়ে যায়। শিশু কন্যাকে ঘরে না পেয়ে যখন সম্বিত ফিরল পরিবারের, ততক্ষনে জলে ডুবে মৃত্যু হয় শিশুটির। অনেক খোঁজাখুজির পর নালার জলে ভাসমান শিশুটিকে দেখতে পেয়ে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে রুবি বেগমকে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। দুই বছরের শিশু কন্যা রুবি বেগমের মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকাজুড়ে।