নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ।। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে সাফাই অভিযানে হাত লাগাল TSR নবম বাহিনীর জওয়ানরা। সোমবার জোলাইবাড়িস্থিত সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে TSR নবম বাহিনীর প্রায় ৭০ জন আধিকারিক ও জওয়ানরা সাফাই অভিযানে সামিল হন। TSR নবম বাহিনীর কমান্ডেন্ট এস এইচ ডারলং এর নেতৃত্বে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের চারপাশের জঙ্গল কেটে এই সাফাই অভিযান করা হয়।