নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ।। শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনু তৈকম্য দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দীর্ঘ দিন যাবত স্কুলের পরিকাঠামো নিয়ে ভুগছিল। জানা যায়, ১৯৫৩ সালে স্কুলটি স্থাপিত হয়। বর্তমানে স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা ৬৫৫ জন, কিন্তু শিক্ষক মাত্র ১২ জন। সোমবার, শান্তিরবাজারের বীরচন্দ্র মনু তৈকম্য দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষক সল্পতায় এবং পরিকাঠামোগত সমস্যা নিয়ে অবশেষে ক্লাস বয়কট করে। ছাত্রছাত্রীরা জানায়, তাদের এই সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন।