নবজীবনের আনন্দে DYFI জয়নগর মেলারমাঠ অঞ্চল কমিটির রক্তদান শিবির

dyfiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ।। রাজনীতির সবশেষ মর্মার্থ হচ্ছে মানুষের সেবা। সংগ্রাম, লড়াই হচ্ছে রাজনীতির দৈনন্দিন কর্মসূচী, কিন্তু বাস্তব আর সামাজিক প্রেক্ষাপট রাজনীতিতে অনেক সময় দায়বদ্ধতার প্রশ্নে মানবহিতৈষী কর্মকাণ্ডের যুক্ত হতে বাধ্য করে। সেই দায়বদ্ধতা পূরনে মঙ্গলবার DYFI জয়নগর মেলারমাঠ অঞ্চল কমিটি আগরতলার রবীন্দ্র পল্লীতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদানে ভূ-ভারতে ত্রিপুরা যে ইতিহাস সৃষ্টি করেছে সেই ধারায় DYFI জয়নগর মেলারমাঠ অঞ্চল কমিটি জন কল্যানে রক্তদান শিবিরে ৩৩ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। রবীন্দ্র পল্লীতে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী, DYFI মহকুমা সম্পাদক জয়ব্রত দেবনাথ, DYFI-র রাজ্য সভাপতি পংকজ ঘোষ, রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, DYFI-র সদর মহকুমা সভাপতি বিশ্বজিৎ দে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*