নেহেরু যুব কেন্দ্রের ব্লক ভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠান

rajib rajib.jpg1রাজীব সাহা, আগরতলা, ২৬ জুলাই ।। নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার মেলাঘরের পূর্ব চণ্ডীগড়, কালাপানিয়া এস বি স্কুলে ব্লক ভিত্তিক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৮৯ জন যুবক যুবতীদের নিয়ে ব্লক ভিত্তিক Neighbourhood Youth Parliament Programme এর প্রধান অতিথি ছিলেন এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চ্যায়ারমেন অভিরাম দত্ত। অনুষ্ঠানে নারী নির্যাতন, পণ প্রথা, নেশা নিয়ে সচেতনতা বাড়ানোর উপর বক্তারা আলোচনা করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন Tripura Adventure Social Expedition Organaisation এর সম্পাদক লিটন শীল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*