নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ।। তথ্য ও সংস্কৃতি, খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা সোমবার মহাকরণে সাংবাদিকদের জানান, গত জুন মাস থেকে জাতীয় সড়কে যানবাহন চলাচলে সমস্যা দেখা দেওয়ায় রাজ্যে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী সরবরাহে চাপ পড়েছিল। রেলে পন্য সামগ্রী আসা শুরু হওয়ার বর্তমানে রাজ্যে ২০ দিনের পন্য মজুত আছে। রাজ্যে গণবন্টন ব্যবস্থাও চালু আছে। খাদ্যমন্ত্রী জানান, রাজ্যে পেট্রোল ও ডিজেলের যে চাহিদা আছে তার প্রায় ৫০ শতাংশ চাহিদা পুরন করা যাচ্ছে। তাই আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যে যানবাহনের অড, ইভেন নম্বর চালু করা হবে। পেট্রোল পাম্পগুলি থেকে কবে জোড় নম্বরে এবং কবে বিজোড় নম্বরের যানবাহন পেট্রোল সংগ্রহ করতে পারবে তা জানিয়ে দেওয়া হবে। বর্তমানে পশ্চিম জেলায় ১ লক্ষ ৪৩ হাজার দ্বি-চক্র যান আছে বলে পরিবহন দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক জানান।