নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ।। ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের ১৩ সীমনা তমাকারী (ST) নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য IPFT-র মনোনয়নপত্র জমা পড়েছে। বুধবার মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে মহকুমা শাসক তথা সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচনের রিটার্নিং অফিসারের হাতে IPFT প্রার্থী মঙ্গল দেববর্মা মনোনয়নপত্র জমা দেন। মোহনপুরের মহকুমা শাসক এই সংবাদ জানান।