ওয়াটসঅ্যাপ প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ।। অবৈধ ভাবে হুক লাইনে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বিদ্যুৎ দপ্তর। তার মধ্যেই সাব্রুম মহকুমার বিজয়নগর পঞ্চায়েত সংলগ্ন CPI(M) বুথ অফিসে হুক লাইনের বাতি আলো ছড়াচ্ছে দিবানিশি। দলিয় অফিসে হুক লাইনে বিদ্যুৎ জ্বালানোর ছাড়পত্র দেয়নি প্রশাসন। ভোক্তার ঘরে হুক লাইন ছিন্ন করতে যতটা তৎপর বিদ্যুৎ দপ্তর ততটাই নিশ্চুপ সাব্রুম মহকুমার বিজয়নগর পঞ্চায়েত সংলগ্ন CPI(M) বুথ অফিসে অবৈধ লাইন ছিন্ন করার ব্যাপারে। অনৈতিক এই কান্ডে ক্ষোভ ধুমায়িত হচ্ছে এলাকায়।