জ্বালানীর জের – জোড় বিজোড়ের অংক শুরু

ptনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ।। গত মে-জুন, ২০১৬ থেকে বহিঃরাজ্যের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার কারনে রাজ্যে পেট্রোজাত পণ্যের আমদানি ও যোগান প্রক্রিয়া সাময়িক ভাবে ব্যহত হয়েছে। ৪৪নং জাতীয় সড়ক এবং বিকল্প এন ই সি সড়কের প্রয়োজনীয় সংস্কার শেষ না হওয়া পর্যন্ত পেট্রোজাত পণ্যের যোগান স্বাভাবিক হওয়া সময় সাপেক্ষ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এই সংকট সুষ্ঠুভাবে মোকাবেলার জন্য জনসাধারনের সহযোগীতা কামনা করে পেট্রোল সংগ্রহের উপর কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৮শে জুলাই, ২০১৬ (বৃহস্পতিবার) থেকে রাজ্যে যানবাহনের অড, ইভেন নম্বর চালু করা হচ্ছে। পেট্রোল চালিত দ্বি-চক্র যান, অটো ও গাড়ী পূর্ব নির্দিষ্ট হারে জোড়-বিজোড় (অড-ইভেন) রেজিস্ট্রেশনের নাম্বার অনুসারে একদিন অন্তর অন্তর শুধুমাত্র একটি এজেন্সি থেকেই পেট্রোল সংগ্রহ করতে পারবে। এই ক্ষেত্রে সপ্তাহের সোমবার, বুধবার ও শুক্রবার শুধুমাত্র বিজোড় নাম্বার রেজিস্ট্রেশনের দ্বি-চক্র যান, অটো ও গাড়ীগুলো পেট্রোল সংগ্রহ করতে পারবে। সপ্তাহের বাকী দিনগুলি জোড় নাম্বার রেজিস্ট্রেশনের দ্বি-চক্র যান, অটো ও গাড়ীগুলো পেট্রোল সংগ্রহ করতে পারবে। বুধবার, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*