গোপাল সিং, খোয়াই, ২৮ জুলাই ।। খোয়াই পুর পরিষদের নাগরিকদের নাগরিক পরিষেবার মানোন্নয়নের দাবিতে, রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের দাবিতে পুর পরিষদের কার্য্যনির্বাহী আধিকারিকের নিকট ১০ দফা দাবিতে গন ডেপুটেশনের সামিল হল সিপিআই(এম) সুভাষপার্ক অঞ্চল কমিটি। বৃহস্পতিবার সকালে সুভাষপার্ক অঞ্চল কার্য্যালয়ের সামনে থেকে এক বিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুর পরিষদ কার্য্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল পুর পরিষদের কার্য্যনির্বাহী আধিকারিকের নিকট ১০ দফা সনদ তুলে দেয়। এদিনকার মিছিলে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআই(এম) সুভাষাপার্ক অঞ্চল সম্পাদক পলাশ ভৌমি। মিছিলে সামিল হন সিপিআই(এম) মহকুমা সম্পাদকমন্ডলীল সদস্য নির্মল বিশ্বাস সহ অন্যান্য বামপন্থী সংগঠনের নেতৃত্বরাও।