জম্মু, ১৩ অক্টোবর ।। সাময়িক বিরতির পর ফের হামলা শুরু পাকিস্তানের।সোমবার দুবার যুদ্ধবিরতি ভেঙে জম্মুর পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর ১০টি ভারতীয় সেনা চৌকি নিশানা করে ব্যাপক গোলাগুলি ও মর্টার আক্রমণ চালায় পাক সেনারা জখম হয়েছেন এক মহিলা।সেনাবাহিনীর এক পদস্থ অফিসার জানান, পুঞ্চের সৌজিয়ান ও মান্ডি সেক্টরে এদিন সন্ধ্যা ৬টা থেকে প্রবল গোলাগুলি, মর্টার হামলা শুরু করে পাক বাহিনী।তবে রাতে সমানে সমানে জবাব দিয়েছে ভারতীয় জওয়ানরাও।এর আগে পুঞ্চের এসএসপি সামসের হুসেন জানিয়েছিলেন, সৌজিয়ানে সীমান্তের ওপার থেকে গুলিবৃষ্টি চলে নিয়ন্ত্রণরেখার কাছে গিরগিয়ান গ্রামের বাসিন্দা পরভীন নামে এক মহিলা জখম হন।
তবে আন্তর্জাতিক সীমান্ত বরাবর কোনও পাক হামলার ঘটনা ঘটেনি নতুন করে।
এদিনে সীমান্তের সেনা ছাউনিগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে আরএসপুরায় কয়েকটি শিবির গিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংহ।তিনি বলেছেন, সেনা ও এলাকার মানুষের মনোবল তুঙ্গে।তারা পাকিস্তানকে সমুচিত জবাব দিতে নরেন্দ্র মোদি সরকারের উদ্যোগকে পূর্ণ সমর্থন করছেন।
সৌজন্যে এবিপি নিউজ।