রাজীব সাহা, আগরতলা, ২৮ জুলাই ।। সংকটময় পরিস্থিতিতে কংগ্রেস সমর্থকদের আস্থা আর হারানো জমি উদ্ধারে ময়দানে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগামী ৩রা আগষ্ট রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রদেশ কংগ্রেসের জনসভাকে সফল করতে প্রদেশ কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার, প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা একথা জানান। রাজ্য কংগ্রেসের হাল ফেরাতেই প্রদেশ কংগ্রেসের এই উদ্যোগ এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সময়ের বিচারে প্রদেশ কংগ্রেসের এই জনসভার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে গোটা রাজ্যের কংগ্রেসের হাল থেকে পালের বিষয়।