গোপাল সিং, খোয়াই, ২৮ জুলাই ।। খোয়াই জেলার বিভিন্ন গনবন্টন ব্যবস্থায় চলছে অরাজকতা। জনসাধারন মুখে কিছু না বললেও ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে। আর এই ক্ষোভ আছড়ে পড়ল বৃহস্পতিবার। পেট্রোল সংকটের মুখে শ্রমিকরা রাস্তা রোকো আন্দোলনে সামিল হয়। দীর্ঘ দশক পর কোনপ্রকার রাজনৈতিক ছায়ায় না থেকে শহরের প্রাণ কেন্দ্রে রাস্তা অবরোধে বসে শ্রমিকরা। গাড়ী চালক থেকে সাধারন দ্বিচক্র যান চালকরাও সামিল হয় এই আন্দোলনে। তবে এই আন্দোলন চলছিল শান্তিপূর্ণভাবেই। কিন্তু অতি চালাকিতে এই আন্দোলন শেষ অবধি ভেস্তে যায়। পথ অবরোধ চলাকালীন সময়ে সেখানে খোয়াইয়ের এক প্রভাবশালী তৃনমুল নেতা উস্কানি দিয়ে যান। গনতান্ত্রিক পদ্ধতিতে চলা শান্তিপূর্ণ আন্দোলনের দিশা ঘুরিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হয়। যা ছিল শিশু সুলভ ঘটনার মতো। কিন্তু খোয়াই নৃপেন চক্রবর্তী চৌমূহনী থেকে জেলা হাসপাতাল যাবার পথে পেট্রোল পাম্পের অবস্থান বলে এদিনের পথ অবরোধে যানচলাচল কিছুক্ষনের জন্য স্তব্ধ হয়ে পড়ে। হাসপাতালের সামনেই যানবাহনের কোলাহলে হাসপাতাল এলাকা সরগরম হয়ে উঠে। ঘটনাস্থল থেকে অনতি দূরে পুলিশ প্রশাসনের গুনধর পুলিশ কর্মীরা অবস্থান করলেও পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামতে হয় সিআইটিইউ শ্রমিক সংগঠনকেই। কিন্তু সিআইটিইউ নেতৃত্বদের ঘটনাস্থলে পৌছার আঁচ পেয়েই অন্যান্য বিরোধী শিবিরের কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে শ্রমিক সংগঠনের তৎপরতায় এদিনকার পথ অবরোধ প্রত্যাহার করে নেয় ক্ষুব্ধ শ্রমিকরা। তবে নিরপেক্ষ আন্দোলনকারী শ্রমিকদের বক্তব্য হল, খোয়াই শহরে কালোবাজারিদের কাছে হাজার হাজার লিটার পেট্রোল মজুত রয়েছে। বেশী টাকা দিয়ে পেট্রোল কিনে অটো চালাতে হচ্ছে। সঙ্গে আছে ছোট ছোট মালবাহী গাড়ী। পুলিশ কর্মীদের সামনেই শ্রমিকরা বললেন, আপনারা জানেন কলোবাজারীদের পেট্রোল কোথায় মজুত আছে, অথচ আপনারা কোন অভিযান চালাচ্ছেন না। কিছু অসাধু লোক এবং কালোবাজারীরা মিলে খোয়াই পেট্রোল পাম্পে তেল আসার সাথে সাথে পরিকল্পনা মাফিক বেরিগেইট তেরী করে রাখেন এবং কৌশলে ৭০ ভাগ তেল কালোবাজারীদের কাছে পৌছে যায়। অথচ গরীব-শ্রমিক অটো চালকরা বা অন্যান্য ছোট-বড় যান চালকরা ১৫০-২০০ টাকা লিটার তেল কিনতে বাধ্য হচ্ছেন। অথচ একটা নিয়মনীতি মেনে সমাধান করতে কোন রাজনৈতিক দল বা সংগঠন বা প্রশাসন এগিয়ে আসেনা। তাই কালোবাজারী এবং কুপন দ্বারা সুবিধা ভোগীদের বিরুদ্ধে সরব হয়ে প্রশাসনকে সঠিক পদক্ষেপ গ্রহন করার দাবি জানিয়েছেন খোয়াইয়ের আপামর জনসাধারন।