নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ।। ত্রিপুরা সমাজ শিক্ষা ও সমাজ কল্যান দপ্তরের উদ্যোগে শনিবার অরুন্ধতি নগরস্থিত পশ্চিম ত্রিপুরা জেলা সমাজশিক্ষা পরিদর্শকের কার্যালয়ে ৬৭ তম বনমহোৎসব পালন করা হয়। পাশাপাশি সেখানেই পশ্চিম ত্রিপুরা জেলা শিশু সুরক্ষা ইউনিটেরও দ্বারোদঘাটন করা হয়। সমাজ শিক্ষা ও সমাজ কল্যান দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৮নং পুর ওয়ার্ডের কাউন্সিলার মিঠু শীল, সমাজ শিক্ষা ও সমাজ কল্যান দপ্তরের অধিকর্তা ডি ডারলং, এই সি ডি এস-র সি ডি পি ও, সুপারভাইজার, অঙ্গনওয়াড়ী কর্মী ও সহকরমীরা।