‘ত্রিপুরা সুন্দরী সুপার ফাস্ট এক্সপ্রেস’ দিল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরুর মুহূর্তে হাজার হাজার মানুষের ভীড়ে কল্লোলিত বাধারঘাট রেল স্টেশন

Tripura Sundari Express Tripura Sundari Express.jpg1 Tripura Sundari Express.jpg2 Tripura Sundari Express.jpg3দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩১ জুলাই ।। আগরতলা-আনন্দ বিহার (দিল্লী) ব্রডগেজ রেলের নামাকরন করা হয়েছে ত্রিপুরায় অবস্থিত একান্ন পীঠের তীর্থস্থান ত্রিপুরেশ্বরী মন্দিরের নামের সঙ্গে সাজুয্য রেখে ‘ত্রিপুরা সুন্দরী সুপার ফাস্ট এক্সপ্রেস’। প্রথম দিনের যাত্রার সব ক্লাসের টিকিট মুড়িমুড়কির মতো শেষ হওয়ায় খুশী রেল কর্মকর্তারা। নির্দিষ্ট নির্ঘণ্ট অনুসারে ৮ই আগস্ট থেকে দিল্লী-আগরতলা ব্রডগেজ রেল চলবে। সপ্তাহের বৃহস্পতিবার আগরতলা থেকে ‘ত্রিপুরা সুন্দরী সুপার ফাস্ট এক্সপ্রেস’ ছুটবে দিল্লীর উদ্দেশ্যে, দিল্লী থেকে আগরতলা অভিমুখে ছাড়বে সোমবার। দেশের ১৭টি স্টেশান ছুয়ে ১৮ নম্বর স্টেশান দিল্লীর আনন্দ বিহার পৌঁছুবে। আগরতলা-আনন্দ বিহার (দিল্লী) ব্রডগেজ যাত্রায় সৌভাগ্যবান যাত্রী নিয়ে ‘ত্রিপুরা সুন্দরী সুপার ফাস্ট এক্সপ্রেস’ দিল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরুর মুহূর্তে হাজার হাজার মানুষ ভীড় জমায় বাধারঘাট রেল স্টেশনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*