নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ আগষ্ট ।। সোমবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের দ্বাদশ প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ জি এম সি-র দ্বাদশ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন। মেডিক্যাল কলেজের কার্ল ল্যান্ডস্টেইনার মিলনায়তনে এই অনুষ্ঠানটি পালন করা হয়। আলোচনার শুরুতেই মূখ্যমন্ত্রী এই মেডিক্যাল কলেজ গড়ে তোলার পেছনে যারা নানা ভাবে সাহায্য করেছেন তাদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী বাদল চৌধুরী, স্বাস্থ্য দপ্তরের সচিব এম নাগারাজু, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, পরিবার কল্যান দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডারলং, এ জি এম সি-র অধ্যক্ষ অধ্যাপক কমল কৃষ্ণ কুন্ডু, অধ্যাপক এন বি সিং সহ মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা অধ্যাপক বাসুদেব ভট্টাচার্য্ক।