নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ আগষ্ট ।। রাজ্যের ক্রীড়া মন্ত্রীর এলাকা বক্সনগরে ফাটল ধরাল তৃনমূল কংগ্রেস। সোমবার, বক্সনগরে তৃনমূল কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশান্ত চৌধুরী এবং ভিকি প্রসাদ। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ৩২০০ ভোটার যোগ দিল তৃনমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন সুশান্ত চৌধুরী এবং ভিকি প্রসাদ। তাছারাও সভায় উপস্থিত ছিলেম সিপাহীজলার তৃনমূল কংগ্রেস নেতা ধ্রুবলাল চৌধুরী।