নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট ।। স্বরাষ্ট্র দপ্তরে ৮৩৮ জন পুরুষ কনস্টেবল পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মেডিক্যাল এডুকেশনের অধিকর্তার পদটি সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তরে কনস্টেবল পদে এবং মেডিক্যাল এডুকেশনের অধিকর্তার পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার, মন্ত্রীসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা।