অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরন উৎসব  দশরথ দেব মেমোরিয়াল কলেজে

chগোপাল সিং, খোয়াই, ০৩ আগষ্ট ।। বিদ্যালয়ের গন্ডী টপকানোর পর একজন ছাত্র বা ছাত্রীর মনে যে স্বপ্নটি অহ:র্নিশ তাড়িয়ে বেড়ায় তা হল কলেজে ভর্ত্তির স্বপ্ন। আর এই স্বপ্নের শুরুতেই যে নামটি থাকে তা হল নিজ নিজ কলেজের নাম। কলেজে ভর্ত্তির স্বপ্ন অধরা হয়ে ঝরে যায়না, স্ব-মহিমায় ধরা দেয় বাস্তবে। আর সেই বাস্তব আরও বহুগুন প্রাণবন্ত হয়ে ওঠে যখন একজন নবীনকে বরন করে নেওয়া হয়। সোমবার ১লা আগষ্ট খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ছাত্র সংসদের উদ্যোগে খোয়াই টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল নবীন-বরন উৎসব ২০১৬। অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন ছাত্র সংসদের সাধারন সম্পাদক নারায়ন নম: দাস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম ভট্টাচার্য্য সহ অন্যান্য অতিথিরা। ছিলেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও অধ্যাপিকা সহ ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের তরফে ঝড়ো হাওয়ার মতো এক মনোমুগ্ধকর শুভেচ্ছা বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত অন্যান্য অতিথিরাও ভাষন রাখেন। এরপর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে একে একে তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা বরন করে নিল প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের। নবাগতদের হাতে পুষ্প স্তবক, মানপত্র ও স্মারক উপহার দেওয়া হয়।  উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ঐক্য, শিক্ষা, শান্তি ও প্রগতির স্বার্থে কাজ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন শিক্ষক সংসদের সম্পাদক সহকারী অধ্যাপক সঞ্জীব বণিক, সহকারী অধ্যাপিকা ড. শিপ্রা দত্ত ও ছাত্র সংসদের সাধারন সম্পাদক নারায়ন শুক্লদাস। নবীন-বরন অনুষ্ঠানকে কেন্দ্র করে বাঁধ ভাঙা উচ্ছ্বাস যুগ যুগ ধরেই ছাত্র-ছাত্রীদের মন-মস্তিস্ককে নাড়া দিয়ে যায়। এছাড়া বর্তমান সময়ে ছাত্র সংসদের তরফে এই নবীন বরন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলার লক্ষ্যে বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এসমস্ত প্রতিযোগিতার বিজয়ীদেরও এদিন পুরস্কৃত করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে কলেজের ছাত্র-ছাত্রীরাই অংশগ্রহন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*