ট্রিপার গাড়ীর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ৭৫ বছর বয়সী ব্যাক্তির

khগোপাল সিং, খোয়াই, ০৩ আগষ্ট ।। মাটি-বালি-ইট বোঝাই গাড়ীগুলির বেপরুয়া গতি একে একে কেড়ে নিচ্ছে নিষ্পাপ কত শত প্রাণ। অত্যন্ত নির্মমভাবে পথের বলি হচ্ছে শিশু থেকে বৃদ্ধ, কাতারে কাতারে নিরীহ মানুষ। ফের একবার ট্রিপার গাড়ীর ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির। বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ খোয়াই থানাধীন পহরমুড়া এলাকার বৈদ্যনাথ চৌমূহনীতে মর্মান্তিক এই পথ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার বিবরন দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ী দেউলিয়াটিলা থেকে পহরমুড়া বাজারের দিকে আসছিলেন অধীর চন্দ্র নাথ নামে ঐ ব্যক্তি। উনার বয়স হয়েছিল ৭৫ বছর। বুধবার সকালে সাইকেলে চেপে পহরমুড়া এলাকার বৈদ্যনাথ চৌমূনহনীতে আসতেই দ্রুতগতি সম্পন্ন একটি ট্রিপার গাড়ী তাকে ধাক্কা দেয়। ট্রিপার গাড়ীর নম্বর TR04-1887। প্রত্যক্ষদর্শীদের মতে অত্যন্ত বেপরুয়াভাবে ও দ্রুত গতিতেই আসছিল ট্রিপার গাড়ীটি। আর এই নিয়ন্ত্রনহীন বেপরুয়া গতিই কেড়ে নিল অধীর চন্দ্র নাথের তরতাজা প্রাণ। শেষে উনাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা অধীর বাবুকে মৃত বলেই ঘোষনা করেন। বুধবারই ময়না তদন্ত শেষে অধীর চন্দ্র নাথের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে।  খোয়াইতে ট্রিপার গাড়ী বা বালি, মাটি, ইট বোঝাই গাড়ীগুলি অধিক কামাইয়ের জন্য সকাল থেকে অধিক রাত অবধি শহরের ব্যস্ততম রাস্তার উপর দিয়েই বেপরুয়া গতিতে যাতায়াত করে। তাও আবার আরক্ষা প্রশাসনের নাকের ডগা দিয়ে। ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে তামশা দেখে। কারন এতো আর বাইক নয়, যে পেছন পেছন ধাওয়া করবে। তাছাড়া কি শহর কি গ্রাম, রাস্তার উপর দিয়ে বেপরুয়া গতিতে সবসময় চলাচল করা এই সমস্ত গাড়ীগুলির নেই কোন বৈধ কাগজপত্রও। কেবল মাত্র থানা বাবুদের সাথে বোঝাপড়ার মধ্য দিয়েই ব্যস্ততম সড়কের উপর দিয়ে বহাল তবিয়তে চলাচল করছে বৈধ কাগজপত্রহীন গাড়ীগুলি। তাও বুক উঁচু করে। যার ফলে সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে খোয়াইতেও নিত্যদিনই ঘটে চলছে যান দূর্ঘটনা। আরক্ষা প্রশাসনের চরম উদাসীনতায় আরও একবার একটি নিষ্পাপ প্রাণ ঝড়ে গেল। ৭৫ বছর বয়সী অধীর চন্দ্র নাথের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকাজুড়ে। শীঘ্রই বেপরুয়া যান চলাচলের একটা বিহিত চাইছেন জনসাধারন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*