দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ আগষ্ট ।। ত্রিপুরায় রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি পালটে গেছে বিশেষ করে রাজ্য কংগ্রেসের, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সি পি আই (এম) জোট করে বিগত বিধানসভা নির্বাচনে লড়ার পর থেকে। কংগ্রেস থেকে ইতিমধ্যেই ৬ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। গোটা রাজ্যে কংগ্রেসী ভিত অনেকটাই দূরবল হয়েছে বলাই বাহুল্য। রাজ্য তৃণমূলে নতুন অক্সিজেন দিতে ৯ই আগষ্ট তৃনমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী আসছেন। ঠিক তার আগে রাজ্য কংগ্রেসের তরফে জনসমাবেশ আয়োজন করে ঘর সামলানোর কাজটাই সমাধা করেছেন বীরজিৎ সিনহা বিশ্লেষকদের অভিমত। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের জনসমাবেশ উপলক্ষ্যে দুর্দিনেই সভ্য সমর্থকরা মিছিল করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে উপস্থিত হয়েছেন। কংগ্রেসের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক সি পি যোশী, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায় সহ আরো অনেকে। জনসমাবেশে ভাষনে প্রদেশ কংগ্রেস সভাপতি বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন দল, তৃনমূল এবং বিজেপি’র তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেসের জনসমাবেশ উপলক্ষ্যে এই শহর পূর্বে যে উদ্দীপনার মুহূর্ত অবলোকন করেছে বুধবার সেই ছবি দেখা যায়নি। তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আশাবাদী কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে।