নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ আগষ্ট ।। জোলাইবাড়ী কমিউনিটি হলে এবং শান্তিরবাজার মটরস্ট্যান্ডে জেলা পুলিশ প্রশাসন ও শান্তিরবাজার মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে যানবাহন শ্রমিকদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠান শেষে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে যানবাহনের গায়ে সড়ক সুরক্ষা স্টীকার লাগিয়ে দেওয়ার দেওয়ার কাজ শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা, জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দয়াল গুহ, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন রতন চন্দ্র দাস, ভাইস চেয়ারপার্সন মানিক শূর, দক্ষিন জেলার পুলিশ সুপার তপন দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেব, মহকুমা শাসক রাজেশ কুমার দাস, মহকুমা পুলিশ আধিকারিক চিরঞ্জিত চক্রবর্তী।