নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ আগষ্ট ।। গণমুক্তি পরিষদের ২১ তম কেন্দ্রীয় সন্মেলন শুরু হল খুমুলুংয়ে। খুমুলুংয়ের অডিটরিয়ামে তিন দিন ব্যপী গণমুক্তি পরিষদের ২১ তম কেন্দ্রীয় সন্মেলন শুরু হয়েছে বুধবার, চলবে ৫ তারিখ পর্যন্ত। গণমুক্তি পরিষদের ২১ তম কেন্দ্রীয় সন্মেলন শুরু হওয়ার আগে খুমুলুং-এ প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের জনসভায় বক্তারা বিজেপি কে নানাভাবে আক্রমন করেন। খুমুলুং-এ প্রকাশ্য জনসভায় উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত এবং মানিক সরকার সহ রাজ্য নেতৃত্বরা।