২০১০-এর ধৌলা কুঁয়া গণধর্ষণে অভিযুক্ত ৫ দোষী সাব্যস্ত, সাজা শুক্রবার

dhaulakuan rapeনয়াদিল্লি, ১৪ অক্টোবর ।। ২০১০-এর কুখ্যাত ধৌলা কুঁয়া গণধর্ষণে অভিযুক্ত পাঁচজনকেই দোষী সাব্যস্ত করল দিল্লির এক আদালত সাজা ঘোষণা হবে শুক্রবার।গত সপ্তাহে এই চাঞ্চল্যকর মামলার রায়দান স্থগিত রেখেছিলেন অতিরিক্ত দায়রা বিচারক বীরেন্দ্র ভট্ট। আজ যারা দোষী ঘোষিত হল, সেই শামসাদ ওরফে খুটকান, উসমান ওরফে কালে, শাহিদ ওরফে ছোটা বিল্লি, ইকবাল ওরফে বড়া বিল্লি ও কামরুদ্দিনরা ২০১০ সালের ২৪ নভেম্বর দক্ষিণ দিল্লির ধৌলা কুঁয়া এলাকায় ৩০ বছর বয়সি কল সেন্টার কর্মী, উত্তর পূর্বের মেয়েটিকে অপহরণ করে মঙ্গলপুরী এলাকায় নিয়ে গিয়ে একের পর এক ধর্ষণ করে তারপর তাঁকে এক নির্জন জায়গায় ফেলে দিয়ে চলে যায়।অফিসে শিফট শেষ হওয়ার পর মেয়েটি এক বন্ধুর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল।তখনই এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পাঁচজন পরে হরিয়ানার মেওয়াট থেকে ধরা পড়ে। গ্রেফতার হওয়ার সময় নিজেদের নির্দোষ বলে দাবি করে। তারা বলে, তাদের ফাঁসানো হয়েছে।
পাঁচজনের বিচার হয়েছে গণধর্ষণ, ভীতিপ্রদর্শন, অপহরণের অভিযোগ সংক্রান্ত মামলায়।
প্রসঙ্গত, দিল্লির নির্ভয়া গণধর্ষণের আগে ঘটে যাওয়া ধৌলা কুঁয়া গণধর্ষণে প্রবল শোরগোল হয়েছিল। ওই ঘটনার পরই দিল্লি পুলিশের পক্ষ থেকে দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর)-এর সব কল সেন্টার, বিপিও সংস্থাকে নির্দেশ পাঠানো হয়, তারা যেন মহিলা কর্মীদের নিরাপত্তারক্ষী সঙ্গে দিয়ে গাড়িতে বাড়ির দরজা অবধি ছেড়ে দিয়ে আসতে হবে।
সৌজন্যে এবিপি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*