নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ আগষ্ট ।। পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সি পি আই (এম) জোট করে বিগত বিধানসভা নির্বাচনে লড়ার পর থেকে ত্রিপুরায় রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি পালটে গেছে। রাজ্য তৃণমূলে নতুন অক্সিজেন দিতে ৮ই আগষ্ট রাজ্যে আসছেন তৃনমূল সুপ্রীমো তথা পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, ৯ই আগষ্ট আস্তাবল ময়দানে তাঁর জনসভা করার কথা রয়েছে। ঠিক তার আগেই রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে হাজার হাজার মানুষ তৃনমূলে যোগ দিচ্ছেন। ৯ই আগষ্ট তৃনমূল সুপ্রীমো মমতা ব্যানার্জীর জনসভার প্রস্তুতি কতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যে এলেন তৃনমূলের সহ-সভাপতি মুকুল রায়। বৃহস্পতিবার, উদয়পুর মাতাবাড়িতে এক সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ১২০০ পরিবারের ৩৫০০ ভোটার তৃনমূলের সহ-সভাপতি মুকুল রায়ের হাত ধরে তৃনমূলে যোগ দিচ্ছেন। মুকুল রায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রনজিৎ সিংহ রায়, অরুন চন্দ্র ভৌমিক সহ সুশান্ত চৌধুরী, সুজিত বসু প্রমুখ।