নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ আগষ্ট ।। বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল জনৈক এক ব্যক্তির। ঘটনা রাজধানীর ভাটি অভয়নগর এলাকায়। জানা যায়, গ্যাস বোঝাই লড়ির সাথে ধাক্কা লেগে মাথা পুরপুরি থেতলে যায় ঐ ব্যক্তির। নিহত ব্যক্তির নাম বিমল পাল চৌধুরী (৬২)। বাড়ি আগরতলার মধ্যপাড়ায়। পুলিশ ট্রাক গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।