গোপাল সিং, খোয়াই, ০৫ আগষ্ট ।। ইউ জি সি পরিচালিত দু’দিনব্যাপী রসায়ন বিদ্যার উপর জাতীয় স্তরের সেমিনারের সূচনা হল শুক্রবার। খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন রসায়ন বিভাগের আই.এ.সি.এস কলকাতার প্রফেসর জি.বি. তলাপাত্র। সেমিনারে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর আর.এন.বি. পুরকায়স্ত, কৈলাশহর আর.কে. মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. প্রদীপ দেবনাথ সহ অন্যান্যরা। সেমিনারে রসায়ন বিভাগের ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেয়। ৫ই আগষ্ট থেকে ৬ই আগষ্ট চলবে সেমিনার। জাতীয় স্তরের রসায়ন বিদ্যার উপর সেমিনারের সমাপ্তি ঘটবে শনিবার। আধুনিক যুগে প্রযুক্তিগত উন্নয়নে রসায়নের ভূমিকা অনস্বীকার্য্য, বললেন প্রফেসর জি.বি. তলাপাত্র।