বাংলাদেশে ঈদের জমায়েতে বিস্ফোরণ

bdআন্তর্জাতিক ডেস্ক ।। নিরাপত্তা বাহিনীর ভ্যানে থানায় নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলাকালে প্রাণ হারিয়েছে গত মাসে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায় ঈদের জমায়েতে বিস্ফোরণ ঘটানোর দায়ে অভিযুক্ত জঙ্গি সফিউল ইসলাম। Rapid Action Battalion (RAB)-এর ভ্যানে সফিউলকে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় সন্ত্রাসবাদীরা গাড়ির ওপর হামলা করে। গুলির লড়াই শুরু হয়। তার মধ্যেই সফিউল নিহত হয় বলে জানান RAB-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম। গুলির আঘাতে জখম হন তিন নিরাপত্তাকর্মী। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, বুলেট, অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। বিডি নিউজ জানাচ্ছে, সফিউলকে ভ্যান থেকে ছিনিয়ে নিতেই অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা হামলা করে বলে দাবি নিরাপত্তা বাহিনীর। গত ২১ ফেব্রুয়ারি ভোরে মোটরসাইকেলে চেপে আসা যে তিন দুষ্কৃতীর ধারালো অস্ত্রের কোপে দেবীগঞ্জের পঞ্চগড়ের শান্ত গৌড়িয় মন্দিরের কর্তা যজ্ঞেশ্বর রায় খুন হয়েছিলেন, তাদের মধ্যে ছিল এই সফিউল। গত ৭ জুলাই শোলাকিয়ার ঈদের প্রার্থনায় অন্তত ২ লক্ষ মানুষের জমায়েতে আচমকা বিস্ফোরণ হয়। দুজন পুলিশকর্মী, এক মহিলাসমেত ৪ জন প্রাণ হারান। পুলিশের দাবি, নাশকতা ঘটিয়েছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গি সফিউল। সেদিন বিস্ফোরণের পরই বুলেটবিদ্ধ অবস্থায় ধরা পড়ে সে। তার চিকিত্সা চলছিল ময়মনসিংহ মেডিকেল কলেজে। সেখান থেকে সুস্থ হয়ে গতকালই ছাড়া পায় সে। তাকে কিশোরগঞ্জের থানায় নিয়ে যাওয়া হচ্ছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*