মুজফ্ফর আহমেদ এর ১২৮তম জন্মজয়ন্তীতে রক্তদান শিবির

bloodগোপাল সিং, খোয়াই, ০৫ আগষ্ট ।। ‘দেশের বিশেষ করে বাংলাদেশে কমিউনিষ্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে তিনি একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহন করেছিলেন। আজকের দিনেও আমরা যারা শোষনমুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে সংগ্রাম করি, একটা উন্নত সমাজের স্বপ্ন দেখি, আমাদের আগামীর লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিদিন প্রতি মুহুর্তে অনুপ্রাণিত করে যান ওপার বাংলার জনপ্রিয় লেখক এবং কমিউনিষ্ট নেতা প্রয়াত মুজফ্ফর আহমেদ। তিনি বেঁচে থাকবেন যতদিন শ্রমজীবি অংশের মানুষের লড়াইটা জারি থাকবে। ৫ই অগাষ্ট প্রয়াত মুজফ্ফর আহমেদ-এর ১২৮তম জন্মদিবসে সিপিআই(এম) সুভাষপার্ক অঞ্চল কমিটির উদ্যোগে খোয়াই তাঁত চৌমূহনীতে আয়োজিত রক্তদান শিবির থেকে এমনই বার্তা দিলেন সিপিআই(এম) মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য নির্মল বিশ্বাস। এদিনকার অনুষ্ঠানের শুরু হয় প্রয়াত নেতৃত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করার মধ্য দিয়ে। প্রয়াত সিপিআই(এম) নেতৃত্ব মুজফ্ফর আহমেদ-এর প্রতিকৃতিতে মাল্যদান করেন সিপিআই(এম) মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য নির্মল বিশ্বাস, সিপিআই(এম) খোয়াই অঞ্চল সম্পাদক গৌতম পাল, সুভাষপার্ক অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক, ড. মনোজিৎ দেবনাথ সহ অন্যান্যরা। লেখক, কমিউনিষ্ট নেতা এবং কাজী নজরুল ইসলামের সাথী হিসাবে খ্যাত প্রয়াত মুজফ্ফর আহমেদ-এর জন্মদিবসে আয়োজিত রক্তদান দিবসে মহিলা সহ মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ড. মনোজিৎ দেবনাথ আহ্বান জানান যেন বেশী করে রক্তদান শিবিরের আয়োজন করার মধ্য দিয়ে সমাজ কল্যানকর কাজে মানুষ এগিয়ে আসেন এবং প্রয়োজনে পাড়ায় পাড়ায় এই রক্তদানের মতো কর্মসূচীর আয়োজন করে মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হন। অপরদিকে সিপিআই(এম)সুভাষপার্ক অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক জানান, রক্তদাতার সংখ্যা আরও বৃদ্ধি পেত কিন্তু খোয়াই ব্লাড ব্যাঙ্ক থেকে ৩০ জনের বেশী রক্ত সংগ্রহের প্রয়োজন নেই বলে জানিয়ে দেওয়ায় এই সংখ্যাটা ৩০ জনেই সীমাবদ্ধ হয়। আগামী দিনে প্রয়োজনের তাগিদে সর্বদাই এমন রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*