নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ আগষ্ট ।। শুধু ত্রিপুরাই নয় গোটা দেশকে অনন্য উপহার এনে দিয়েছেন রাজ্যের gymnastics-র সোনার মেয়ে দীপা কর্মকার। রবিবার, ব্রাজিলের মাটিতে পাহাড়ী রাজ্যের দীপা কর্মকারের সৌজন্যে ভারতের খেলাধূলার ইতিহাসে মহিলা হিসেবে এই প্রথম অলিম্পিকে gymnastics -এ অংশ নিতে যাচ্ছে। রিও অলিম্পিকে নিজের সেরা performance করার কথা ইতিমধ্যেই জানিয়েছে দীপা – সেই লক্ষ্যকে সামনে রেখে পুরোদমে নিজেকে আরো বেশী ধারালো করে তুলেছে দীপা। দোষ ত্রুটির প্রতি ঈগলের দৃষ্টিতে প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দী। দীপা জানিয়েছেন, নিজের জীবন উৎসর্গ করে হলেও দেশের সন্মান রাখবে।