গোপাল সিং, খোয়াই, ০৭ আগষ্ট ।। খোয়াই জেলার অন্তর্গত আশারামবাড়ীতে এলাকায় ভারতের ছাত্র ফেডারেশন, খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে এবং ট্রেইন্ড নার্সেস এসোসিয়েশন অব ইন্ডিয়ার সহযোগিতায় মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল রবিবার। সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলল মেগা স্বাস্থ্য শিবির। এই মেগা স্বাস্থ্য শিবির থেকে উপকৃত হলেন শিশু থেকে বৃদ্ধ সকল অংশের মানুষ। প্রায় সারে বারোশ (১২৫০) জন মানুষ এই স্বাস্থ্য শিবির থেকে উপকৃত হলেন। বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে সেবক-সেবিকা এবং ছাত্র ফেডারেশনের সেবক-সেবিকারা উপস্থিত থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে মানুষ জনের সেবায় নিয়োজিত ছিলেন। উক্ত মেগা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন টিটিএডিসি সদস্য গুরুপদ দেববর্মা। উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা রায়, খোয়াই বিভাগীয় সম্পাদক প্রণব ধর, রাজ্য কমিটির সদস্যদ্বয় জীতেন সিনহা ও দ্বীপায়ন নাথশর্মা সহ অন্যান্যরা। মেগা স্বাস্থ্য শিবিরে ENT, EYES, SUNOGRAPY, ECG, OPHTHALMOLOGY, ORTHOPAEDIC, BLOOD SUGAR, HEPATITISES, BLOOD DONATION, BLOOD TEST ইত্যাদি সুবিধা পেলেন আশারামবাড়ী এলাকার মানুষজন। এর মধ্যে হেপাটাইটিস পরীক্ষা করা হয় ৩৬ জনের। মেগা স্বাস্থ্য শিবিরে আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন ২৫ জন রক্তদাতা।