দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৭ আগষ্ট ।। বিগত দু’মাস লোয়ারপোয়ার অসুস্থতা হাড়ে হাড়ে টের পেয়েছে ত্রিপুরাবাসী। খাদ্য থেকে জ্বালানীর যোগান তলানীতে পৌঁছে যাওয়ায় গোটা রাজ্যে নেমে আসে দুর্বিসহ দুর্ভোগ। গণমাধ্যমের শীর্ষ শিরোনাম হয়ে দাঁড়ায় লোয়ারপোয়া। রাস্তা হয়ে উঠে রাজনীতির জোরদার ইস্যু। বিজ্ঞান প্রযুক্তির ব্যবহারেও লোয়ারপোয়ার দুর্দশা মুক্ত হচ্ছিলনা। সবশেষে বাঁশ আর জিও শীট লোয়ারপোয়ার রাহুমুক্তির পথ দেখানোয় রাজ্যে বহুমুখী সংকট কমার লক্ষন দেখা যাচ্ছে। জ্বানানীর অভাবে যে পথ প্রায় ফাঁকা হয়ে পড়েছিল সেই পথে আবার সচল জনজীবনের উঁকি ঝুঁকি। গাড়ীর জন্য ঘন্টার পর ঘন্টা যাত্রীদের অপেক্ষা, পেট্রোল পাম্পের ভীড় ধীরে ধীরে কমার আশা করা হচ্ছে, যদি লোয়ারপোয়া না বিগড়ায়।