নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৭ আগষ্ট ।। রবিবার যথাযথ মর্যাদার সাথে পালন করা হল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত বিশ্বকবির প্রয়ান দিবসে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি ভানুলাল সাহা ও বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুস্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান। এই শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব এম এল দে সহ আধিকারিকবৃন্দ।