নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ আগষ্ট ।। পশ্চিমবঙ্গে বামপন্থী কর্মী, সমর্থকদের উপর নানা ভাবে বর্বরোচিত আক্রমন ও খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যেও সপ্তাহব্যাপী পালন করা হয়েছে পশ্চিমবঙ্গ সংহতি দিবস। পশ্চিমবঙ্গ সংহতি দিবসের অঙ্গ হিসাবে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে হলসভার আয়োজন করা হয়েছে। হলসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সি পি আই (এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার সহ সি পি আই (এম) রাজ্য নেতৃত্বরা।