দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৮ আগষ্ট ।। রিও অলিম্পিক শুরুর কয়েকদিন আগেই দীপা কর্মকার পৌঁছে গিয়েছিলেন ব্রাজিলে। গুরু বিশ্বেশ্বর নন্দীকে পাশে রেখে শেষ যুদ্ধের প্রস্তুতির সব খবর পৌঁছে যাচ্ছিল দেশ জুরে খেলা প্রেমীদের কাছে। অবশেষে রিও অলিম্পিকে অংশগ্রহনের ছাড়পত্র আদায় করার সংবাদে উচ্ছসিত দীপা ভক্তরা। শেষ আটের লড়াইয়ে সিমোন বাইলস (আমেরিকা) ১৬.০৫০, হং উন জং (উত্তর কোরিয়া) ১৫.৬৮৩, স্টাইনপ্রুবার জিউলিয়া (সুইজারল্যান্ড) ১৫.২৬৬, পাসেজা মারিয়া (রাশিয়া) ১৫.০৪৯, চুসোভিতিনা ওকসানা (উজবেকিস্তান) ১৪.৯৯৯, ওলসেন সালন (কানাডা) ১৪.৯৫০, ওয়্যাং ইয়ান (চিন) ১৪.৯৪৯, দীপা কর্মকার (ভারত) ১৪.৮৫০ পয়েন্ট পেয়েছেন।দীপা ভোল্টে ১৪.৮৫০, আনইভন বারে ১১.৬৬৬, ব্যালান্স বিমে ১২.৮৬৬, ফ্লোর এক্সারসাইজে ১২.০৩৩ পয়েন্ট পেয়েছেন। এবার প্রতীক্ষা শুরু হয়েছে চূড়ান্ত যুদ্ধে দীপা আবার জীবনকে উজার করে দিয়ে আরো একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে পারেন কিনা। প্রহর গোনা শুরু হয়েছে ১৪ই আগষ্টের।