দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ অক্টোবর ।। খেজুরবাগান গোয়ালাবস্তিতে খাস জমিতে বসৎভিটে, দোকানে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার হয়ে আসছে দীর্ঘ দিন। মঙ্গলবার নর্থ জোন বিদ্যুৎ দপ্তর অভিযান চালিয়ে প্রায় ২৩ খানা দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে আসে। খেজুরবাগান গোয়ালাবস্তিতে যারা দীর্ঘ দিন বসবাস করছেন তারা বলেছেন উচ্ছেদের শেষে কোথায় যাবেন এত মানুষ। পুর নগম অবৈধ বসৎ ভিটে ছেড়ে দেয়ার জন্য ৭ দিনের সময় দিয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় গোয়ালাবস্তিতে ক্ষোভ ধূমায়িত হওযার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
রাজীব সাহার তোলা ছবি।