নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট ।। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বিশ্বের ৮৭০ মিলিয়ন প্রাক স্কুল ও স্কুল শিশু কৃমিজনিত (এস টি এইচ) সংক্রমনের শিকার। যার মধ্যে সর্বাধিক ভারতীয় শিশু। প্রতি বছরের মত এবছরও ১০ই আগষ্ট প্রায় ১১.৬ লক্ষ শিশু ও ছাত্রছাত্রীদের কৃমিনাশক টেবলেট খাওয়ানো হয়েছে। ‘কৃমিমুক্ত শিশুই স্বাস্থ্যবান শিশু’ – এই স্লোগানকে সামনে রেখে বুধবার রাজ্যের সকল সরকারী ও বেসরকারী স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১ থেকে ১৯ বছর বয়সের ছেলে মেয়েদের কৃমিনাশক টেবলেট খাওয়ানো হয়েছে। আবার ১৮ই আগষ্ট শিশু ও ছাত্রছাত্রীদের কৃমিনাশক টেবলেট খাওয়ানো হবে। ৩৮নং পুর ওয়ার্ডের অন্তর্গত রামঠাকুর পাড়াস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি শিশুকে কৃমিনাশক টেবলেট খাওয়ানো হচ্ছে।