নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট ।। স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ শুরু হয়ে গেছে। প্রতিবছর স্বাধীনতা দিবসে আগরতলাস্থিত পোষ্ট অফিস চৌমুহনীর যুদ্ধ স্মারকস্থলে পুষ্প অর্পণে শ্রদ্ধাঞ্জলী জানানো হয় আত্মাহুতিদেয়া বীর সৈনিকদের। এবারেও সেই নিয়ম যথাযোগ্য সন্মানে প্রতিপালিত হবে। শুক্রবার পোষ্ট অফিস চৌমুহনীতে শ্রদ্ধার্পণের স্থান পরিস্কার করার কাজে নিয়োজিত AMC-র সাফাই কর্মীদের পাশাপাশি রক্ষীৎ কামানেও রং দেয়ার কাজে ব্যস্ত শ্রমিকদের দেখা গেছে।