শুভ্র দে, চূড়াইবাড়ী, ১২ আগষ্ট ।। রাজ্যে পেট্রোপণ্যের সংকটের কথা মাথায় রেখে খাদ্য দপ্তর ও উত্তর-পূর্ব রেলের যৌথ উদ্যোগে রেলে করে রাজ্যে প্রবেশ করল প্রট্রোপণ্যবাহী ট্যাঙ্কার ও গ্যাস বুলেট। রেল মন্ত্রকের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক রোরো রেলের মাধ্যমে রাজ্যে পেট্রোল, ডিজেল ও গ্যাস পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। আসামের বদরপুর সংলগ্ন ভাঙ্গা স্টেশন থেকে পেট্রোল ট্যাঙ্কারবাহী ৩০টি ওয়াগনের একটি রেল চূড়াইবাড়ী স্টেশনে এসে পৌঁছে। শুক্রবার চূড়াইবাড়ী স্টেশনে এই উপলক্ষে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করে ওয়াগন থেকে লড়ি গুলো নামান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব রেলের ম্যানেজার শঙ্কর রায়, রাজ্যের ফুড ডিরেক্টর ডঃ দেবাশিষ বসু, মোহন সিং এবং ধর্মনগর মহকুমা শাসক প্রদীপ আচার্য। উল্লেখ্য, উত্তর-পূর্বাঞ্চলে এই ধরনের উদ্যোগ প্রথম।