দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৩ আগষ্ট ।। দু’দিন বাদেই ভারতের ৭০তম স্বাধীনতা দিবস। প্রতিবছরের মত এবারেও মূল অনুষ্ঠান হবে আগরতলাস্থিত আসাম রাইফেলস ময়দানে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে শনিবার আসাম রাইফেলস ময়দানে মহড়া চলেছে পুরোদমে – প্যারেড, কুচকাওয়াজে যাঁরা অংশ নেবে তাদের দেখা গেছে অনুশীলনে নিমগ্র। সুসজ্জিত প্যারেডের ১৮টি দলের ছন্দোবদ্ধ প্যারেডের সালামী গ্রহন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক, প্যারেডের তালে তালে ছন্দায়িত হয়েছে আসাম রাইফেলস ময়দানে উপস্থিত সকলে।
