নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ আগষ্ট ।। ২০০৩ সালের ১৪ই আগষ্ট। সেই দিনের কথা আজও ভুলেনি মোহরছড়া কমলনগর গ্রামের মানুষ। সেই দিনের বীভৎস চেহারার কথা শুনলে এখনও আঁতকে উঠে। ২০০৩ সালের ১৪ই আগষ্ট রাত ৯টায় আচমকাই এলোপাথারী গুলির শব্দ। উদ্রপন্থীর এলোপাথারী গুলি ৫ পরিবারের ১৪ জন নিরীহ মানুষের প্রান কেড়ে নিয়েছিল। এর মধ্যে এক পরিবারের ৮ জন একসাথে প্রান হারায়। সেই দিনটি আজও ভুলতে পারেনি কমলনগর গ্রামের মানুষ। ২০০৩ সালের পর থেকে প্রতিবছর শহীদদের পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহ গ্রামের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে। আজও তাঁর ব্যাতিক্রম হয়নি। রবিবার শহীদ বেদীতে পুস্পমালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।