দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ আগষ্ট ।। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন সংস্থা ও সংগঠন কর্মসূচী পালন করে থাকে। সেই সূত্রে ‘NYP State Executive committee’ এবং ‘প্রহর’ সামাজিক সংস্থা ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। রবিবার ‘NYP State Executive committee’ এবং ‘প্রহর’ সামাজিক সংস্থার তরফে বড়জলাস্থিত আপনাঘর বৃদ্ধাবাসে আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাঁরা জীবন অতিবাহিত করছেন, তাদের প্রতি একাত্মতা প্রকাশে শুকনো খাবার ও ফল বিতরন করা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মনীষা দেববর্মা, সম্পাদক সুব্রত ভৌমিক, সহ-সম্পাদক প্রতিমা দেববর্মা, কার্যকরী সম্পাদক শান্তনু চক্রবর্তী, কোষাধ্যক্ষ পাল্লাবি দে।