নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ আগষ্ট ।। পদক হয়ত আসেনি, কিন্তু অলিম্পিকের জিমন্যাস্টিক্স আসরে রাশিয়া , চীন, আমেরিকার একছত্র আধিপত্যের মিথ ভেঙে দিয়েছেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসাবে এই ছোট্ট রাজ্য ত্রিপুরার সন্তান প্রমাণ করে দিয়েছেন আমরাও পারি। চতুর্থ হয়ে পদক হাতছাড়া হওয়ার আক্ষেপ রয়েছে। তবে কেরিয়ারের সেরা স্কোর করতে পারাটাই আনন্দ দিচ্ছে দীপা কর্মকারকে। রিও ভুলে আপাতত দীপার পাখির চোখ টোকিও অলিম্পিক।